আমার পুরানো শরীর তুমি আবার ছুঁয়ে দিলে
আমার পুরানো শরীর তুমি আবার ছুঁয়ে দিলে
আমি হদ্দ বোকার মত কান্না খাচ্ছি গিলে
আমার পুরানো শরীর তুমি আবার ছুঁয়ে দিলে
আমি হদ্দ বোকার মত কান্না খাচ্ছি গিলে
আবার তোর খোলা চুলে মুখ..
লুকিয়ে ঢাকছি পুরনো অসুখ
চেষ্টা করছি খুব কাঁদবো না কিছুতেই
চেষ্টা করছি খুব কাঁদবো না কিছুতেই [x২]
আয়.. আবার জন্ম দিচ্ছি মৃত্যু ফেটে..
আকাশ ঝুঁকে পড়েছে তল-পেটে..
মগ্ন ফোঁটুর শরীর খুঁজে নিচে
অন্ধকারে গভীর শরীর পেঁচে [x২]
পাখির নরম করুণ বুকের মত
আমার আদর ঢাকছে তোর খট [x২]
আবার তোর খোলা চুলে মুখ..
লুকিয়ে ঢাকছি পুরনো অসুখ
চেষ্টা করছি খুব
কাঁদবো না কিছুতেই [x৩]
কাঁদবো না কিছুতেই
কাঁদবো না কিছুতেই
কাঁদবো না কিছুতেই …