আমার এ উপহার নিয়ে যা একবার
ভাবিনি কখনো এ গান
লিখতে হবে তোর জন্য আজ
ভাবিনি দু-চোখ ঝাপসা হবে..
এলোমেলো সব শব্দ গুলো
কান্না ভেজা বালিশ চাপা
খুব ভোর রাতে আসন্ন হবে.. [x২]
শেষবারের অপেক্ষায় ছিল না অভিমান
শেষবারের অপেক্ষায় ছিল না অন্তহীন
শেষবার আমি বলতে চাই
কোথায় গেলে তোকে পাবো
শেষবার দুঃখ পুরিয়ে তোর কাছে যাবো..
আমার এ ভালোবাসা আটকে গেছে ৫০০ পাতায়
হলদেতে ডাইরের লালছে দাগ
অচিরেই হারাবো আমি
আর ফুরিয়ে যাবো জানি
রেখে যাবো সময়ের শুকনো ভাগ
পথ-হারা শুকনো হৃদয় ভিজছে
তবু অসহায়
শেষ স্পর্শের শীতল ছোঁয়া
দিয়ে গেছিস আমায়
নীরবতার শব্দ যখন
কান্না হয়ে বের হতে চায়
আমি বুকে চেপে ধরি তোকে
খুঁজি নিয়তির শেষ ঠিকানায়..
আমার এ উপহার নিয়ে যা একবার
হে মৃত্যু আমার প্রেম
ফিরিয়ে দাও একবার [x২]
তুই সাদা চাদরে, মৃত্যুর আদরে
আমার শূন্য হাতে উপহার [x২]