আমার একটা মানুষ আছে । মনির খান , বেবি নাজনীন
আমার একটা মানুষ আছে
কেউ জানেনা জানি আমি জানে আমার মন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
আমার একটা মানুষ আছে
কেউ জানেনা জানি আমি, জানে আমার মন
ও সে, কতই আপনজন আমার,কতই আপনজন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
ও সে, হ্নদয় দিয়ে আমায় শুধু
আমায় ভালোবাসে
মনে মনে ডাকলেই তারে
কাছে চলে আসে
ও সে, হ্নদয় দিয়ে আমায় শুধু
আমায় ভালোবাসে
মনে মনে ডাকলেই তারে
কাছে চলে আসে
বলে, আমার জন্যে জীবন দেবে, হলে প্রয়োজন
আমার একটা মানুষ আছে
কেউ জানেনা জানি আমি, জানে আমার মন
ও সে, কতই আপনজন আমার,কতই আপনজন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
ও সে, অনেক কাছের মানুষ আমার
বুকের মাঝেই বাসা
প্রাণের সাথে প্রানের মিলন
বেঁচে থাকার আশা
ও সে, অনেক কাছের মানুষ আমার
বুকের মাঝেই বাসা
প্রাণের সাথে প্রাণের মিলন
বেঁচে থাকার আশা।
আমি শিল্পী শুধু গান শোনাতে
তারই সারাক্ষণ।
আমার একটা মানুষ আছে
কেউ জানেনা জানি আমি, জানে আমার মন
ও সে, কতই আপনজন আমার,কতই আপনজন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
আমার একটা মানুষ আছে
কেউ জানেনা জানি আমি জানে আমার মন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন
ও সে, কতই আপনজন আমার কতই আপনজন