আমার ইচ্ছে কোথায়
🎵 গানের নাম: আমার ইচ্ছে কোথায়
🎤 গায়ক: ইমরান
✍️ গীতিকার: জুলফিকার রাসেল
🎼 সুর ও সঙ্গীত: ইমরান মাহমুদুল
🎥 পরিচালনা ও সিনেমাটোগ্রাফি: চন্দন রায় চৌধুরী
🎬 প্রযোজনা: ব্ল্যাক ক্যাট স্টুডিও
🏷️ মিউজিক লেবেল: সাউন্ডটেক
🎧 গানের লিরিক্স (বাংলা)
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়?
পাশে থেকে ও যেনো ভিন্ন ছিলে কোথায়
আমার ইচ্ছে কোথায়?
আমার ইচ্ছে কোথায়? (×২)
তোমার ইচ্ছেই তো সব
কারো কারো ইচ্ছে হয়তো অনেক দামী
আমার গুলো শুধু অযোথা সংগ্রামী (×২)
তোমার ইচ্ছে থাকে চোখের মণিকোথায়
আমার ইচ্ছে কোথায়?
আমার ইচ্ছে কোথায়?
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়?
পাশে থেকে ও যেনো ভিন্ন ছিলে কোথায়
আমার ইচ্ছে কোথায়?
আমার ইচ্ছে কোথায়?
তোমার ইচ্ছেই তো সব
বেশি বেশি বলো কি চেয়েছি কবে?
একটু খানি দিলে কি বা ক্ষতি হবে? (×২)
পাবার আশায় আজো আছি দাঁড়িয়ে থাকি
আমার ইচ্ছে কোথায়?
আমার ইচ্ছে কোথায়?
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়?
পাশে থেকে ও যেনো ভিন্ন ছিলে কোথায়
আমার ইচ্ছে কোথায়?
আমার ইচ্ছে কোথায়?
তোমার ইচ্ছেই তো সব
🔍 গানের বিশ্লেষণ ও অর্থ
এই গানটি প্রেম, আত্মপরিচয় ও সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে রচিত।
📌 মূল বিষয়বস্তু:
- “তোমার ইচ্ছেই তো সব / আমার ইচ্ছে কোথায়?” → প্রেমে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার অনুভূতি
- “পাশে থেকে ও যেনো ভিন্ন ছিলে কোথায়” → শারীরিক সান্নিধ্যেও মানসিক দূরত্ব
- “একটু খানি দিলে কি বা ক্ষতি হবে?” → ভালোবাসার ন্যূনতম প্রত্যাশা
🎶 সঙ্গীত শৈলী:
- আধুনিক বাংলা ফোক-পপ
- মেলোডিক ও ইমোশনাল সুর
- মিনিমালিস্টিক গিটার বা পিয়ানো বেস
📢 গানটি শুনুন ও শেয়ার করুন
✅ YouTube: [লিংক]
✅ Spotify: [লিংক]
✅ Apple Music: [লিংক]
🌟 গানের বিশেষ দিক
✔️ গায়ক ইমরানের কণ্ঠের মায়া
✔️ জুলফিকার রাসেলের কবিতাময় গীতিকবিতা
✔️ চন্দন রায় চৌধুরীর সিনেমাটিক ভিজুয়াল স্টাইল