আমাদের গল্প – Kona & Shawon Gaanwala
তোর কাছে মোর হাত-খড়ি
জীবনের পূর্ণতা
তোর পথে হেটে বুকের নদী
নাম নেয় খরস্রোতা (x2)
কত-টুকু অনুরোধে
থেকে যেতে ইচ্ছে করে
হাজার বিকেল গুলো তোর কাছে থেকে
লিখে নিতে ইচ্ছে করে
তোর দেওয়া ডাক-নামে
ডেকে যাক কানে-কানে
মিছি-মিছি যে যা ভাবুক
মন তো জানে..
আজ সন্ধ্যা নামার আগে
আর কিছু ক্ষণ থেকে যা
চলে যদি যেতেই হয়
কিছু স্মৃতি আজ রেখে যা (x2)
তুই আমার সসবির মত প্রিয়
এক-দাঁকে তোর কাছে পেতে চাই
তুই এমন, অনুভূতি অতুলনীয়
এক চুমুক ভালোবাসা নিয়ে
থটের তীর্থে যাই
ভুল বোঝা-বুঝি পরে থাক
পৃথিবীর অন্য পাড়ায়
তোর ভরসার হাত ধরে
আমি যেনো উঠে দাঁড়াই
তোর দেওয়া ডাক-নামে
ডেকে যাক কানে-কানে
মিছি-মিছি যে যা ভাবুক
মন তো জানে..
আজ সন্ধ্যা নামার আগে
আর কিছু ক্ষণ থেকে যা
চলে যদি যেতেই হয়
কিছু স্মৃতি আজ রেখে যা (x2)
তুই আমার খুঁজে পাওয়া আশীর্বাদে
বুকের পকেটে লুকানো কোনো আশ্রয়
আয় তোকে গুছিয়ে নিয়ে নিজের হাতে
এক অবুঝ পিপাসার বুকে
ডাবির নৌকা ভাসাই
মান-অভিমান দিচ্ছে প্রাণ
আমাদের গল্পতায়
এই গান উপহার দিলাম
কাছা-মিঠে ভালোবাসায়
কত-টুকু অনুরোধে
থেকে যেতে ইচ্ছে করে
হাজার বিকেল গুলো তোর কাছে থেকে
লিখে নিতে ইচ্ছে করে
তোর দেওয়া ডাক-নামে
ডেকে যাক কানে-কানে
মিছি-মিছি যে যা ভাবুক
মন তো জানে..
আজ সন্ধ্যা নামার আগে
আর কিছু ক্ষণ থেকে যা
চলে যদি যেতেই হয়
কিছু স্মৃতি আজ রেখে যা (x3)