আমরা করিনা পিয়াজি

ইয়াহ নাও হিয়ার কামস মানডে
নো ইউ গট উইক প্যানিক
গট আ গুড সাম ডে
ইয়ো হিট দ্য শ্যাশ মেল দ্য ফ্লো
ফিক্স আ বাই রোলার টাই
চিগলিবিগলি বাউ চিগলি বেন্স অন ফ্যারিও
৩০ মিলিয়ন অফিস স্ট্রেস লাইক ইউ
দে হোপ লাইক ইউ দিস স্টে লাইক ইউ
স্টিপি ইউ বাজ ইন্টু ইয়োর হ্যান্ড
আবার অফিস উফ..
৩ টাইপ সিস্টেম ইউ উইশ টুডে অ্যান্ড হায়ার
সো চিগলি বিগলি, চিগলিবিগলি, চিগলি বিগলি
বাউ চিগলি বেন্স অন ফ্যারিও

করি না পিয়াজি আমরা করি না পেয়াজি
করি না পেয়াজি আমরা করি না পিয়াজি

সকাল থেকে রাতের অবধি কাজের মধ্যে থাকি
বসের ভয়ে লেজ গুটিয়ে দিচ্ছি না তো ফাঁকি
একটু ফেসবুক করলে ধরা পড়লে
এই চালাকি পাগলা খাবো কি ?

ফাইলের উপর চাপছে ফাইল জমছে তাতে ধুলো
ইন্টারনেটে জড়িয়ে গেলো রঙিন স্বপ্নগুলো
জাভা স্ক্রিপ্ট এলাপ্টেড ঢাকুর মুখটা তুলো
আমরা বাঁচবো কি

চোখ বুজে থাকি আমরা চোখ বুজে থাকি
মুখ বুজে থাকি আমরা মুখ বুজে থাকি

কর্পোরেটে গ্রেট হতে চাই
ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন রাখি
ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন রাখি

ইয়ো ইয়ো পি পি পি পি ১ ২ ৩
গ্রিন অ্যান্ড ফাউন্টেন কমফোর্ট ফ্রি
ওয়ান সাইড যাবো বার্গার খাবো
বেলি বি কুইন্স নিয়ে সময় পাবো
অবস্কিউরিটি ভার্চুয়াল সিটি সেলফ রেডি
অ্যান্ড বেলি বেলি বেলি ড্যান্স মোর ইউর আস
ইউ গট আ ক্লিক ইউর মাউস বস ক্রস

ইয়ো ওহ হো

শেয়ারগুলো নাচছে খালি বিল্টা যাচ্ছে ঘাবড়ে
চেয়ারটা একরে ধরে গামছি বিষণ্ণ বাপরে
বসটা এশে দিলো বুঝি এবার আমায় থাবড়ে
পাগলা বাঁচবো কি
এইভাবে তাকিয়ে তাকিয়ে ঘাড়টা যাচ্ছে বেঁকে
রোবট ভেবে মেয়েরাও আজকাল তাকায় না এদিকে
বসন্ত তো পাইলিয়ে গেলো যাচ্ছে যে কি রেখে
পাগলা খাবো কি

চোখ বুজে থাকি আমরা চোখ বুজে থাকি
মুখ বুজে থাকি আমরা মুখ বুজে থাকি
কর্পোরেটে গ্রেট হতে চাই
ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন রাখি
ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন রাখি

করি না পিয়াজি আমরা করি না পিয়াজি
করি না পিয়াজি আমরা করি না পিয়াজি [x৪]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *