আবার একলা চলো – Ujjaini
তোকে চেয়ে এই গান
তোকে ছুঁয়ে এই গান
ঢাকছি কৃষ্ণচূড়া
বাঁধ ভাঙে এই গান
হাল ভাঙে এই গান
বসন্ত লাগাম ছাড়া
আরো বেশি সাহস
আরো বেশি বাঁচা
চাইছি অনেক বাতাস
দিন শেষে ফিরে রাত্রির ভিড়ে
কবিদের অবকাশ
গোরের মাঠ দিচ্ছে ডাক
ভালো লাগা আমার ঠাঁক
চিন্তার ঠিকানা পাক
ইচ্ছের লাগাম ছাড়া (x2)
চিন্তার ঠিকানা পাক
ইচ্ছের লাগাম ছাড়া