আধো ঘুম আধো ঘুম
আধো ঘুম.. আধো ঘুম..
ওই জাগছে এই শহর
আধো আলো.. আধো ছায়া..
ওই জাগছে এই শহর
ট্রাম-লাইনের গান
শুনছেনা ওর ভেজা রাস্তায়
হাতে লয়ে মন
ছুঁয়ে যাক তোর হাতে হাত
ধুয়ে যাক, যাক যত পাপ
কে জানে দিনের পাশে
দাড়িয়ে আছে, আছে কত রাত
তোর কথা শুনবে বলে
বারিয়ে আছে কে যেন হাত
আধো ঘুম.. আধো ভোর
ওই জাগছে শহর..
আধো আলো.. আধো ছায়া..
ওই জাগছে এই শহর