আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম,
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
বসে ছিলেম একা ছাতিম বনে,
রোদ ছিটোনো শান্তি নিকেতনে (x2)
তোমার চিঠি, ছোট্ট পাখি
ঐ উড়ে এসে বললো, আমি এইতো এলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
গন্ধেমাখা মিষ্টি চিঠিটাতে,
ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি ?
সেইটুকুতে শুকনো মরা ডালে,
ফুল ফুটিয়ে দিলো দুরন্ত মৌসুমী।
ভালবাসার এই যে ছোট্ট পাখি,
আনলো বয়ে খুশির রাঙা রাখি (x2)
আমার মনে বন্ধে বেঁধে
তাকে সুখের গাঙে আপনাকে
আজ ভাসিয়ে দিলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম লিরিক্স :

Aaj
Bikeler Dake Tomar Chithi Pelam
Rongeen khame jotney lekha amari naam
Aj Bikeler Daake Tomar Chithi Pelam
Boshe chilem eka chatim bone
Rod chitono shantiniketone
Tomar chithi chotto pakhi oi ure ese bollo
Ami ei to elam

Gondho makha mishti chithi ta te
chotto koti kotha, Kemon acho tumi?
Sei tuku tei sukno mora daale
phul futiye dilo duronto moushumi

Bhalobashar ei je chotto pakhi
Anlo boye khushir ranga rakhi
Amar mone gondhe bedhe
take sukher gaane apnake aaj vashiye dilam

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *