আজ বাড়াবো ইচ্ছের ডানে বায়ে – Kishore & Nodi
আজ বাড়াবো ইচ্ছের ডানে বায়ে
পথ হারাবো অচিন প্রেমের গায়ে
চেনা জানা অলি-গলি
জানা শোনা পথ গুলি
সব পেরোবো করবো মন যা চায়
জান রে..
তুই ছাড়া কেউ নাই (x২)
তোর চোখে-তে দেখবো রোজের সকাল
তোর বুকে-তে রাতের রঙ মশাল
আ.. তোর চোখে-তে দেখবো রোজের সকাল
তোর বুকে-তে রাতের রঙ মশাল
চেনা জানা অলি-গলি
জানা শোনা পথ গুলি
সব পেরোবো করবো মন যা চায়
জান রে..
তুই ছাড়া কেউ নাই (x২)
তোর ডানা-তে উড়বো রঙীন আকাশ
তোর মানতে ফিরবো আপন আবাস
ও.. তোর ডানা-তে উড়বো রঙীন আকাশ
তোর মানতে ফিরবো আপন আবাস
চেনা জানা অলি-গলি
জানা শোনা পথ গুলি
সব পেরোবো করবো মন যা চায়
জান রে..
তুই ছাড়া কেউ নাই (x২)
আজ বাড়াবো ইচ্ছের ডানে বায়ে
পথ হারাবো অচিন প্রেমের গায়ে
চেনা জানা অলি-গলি
জানা শোনা পথ গুলি
সব পেরোবো করবো মন যা চায়
জান রে..
তুই ছাড়া কেউ নাই (x২)