আজ খুনসুটি হোক অল্প বেশী
আজকে লাগাম ছাড়া
খুশির কূল কিনারা
দিচ্ছে খোলা হাওয়া
সবার ডাকে ইশারা
এই উৎসবে যায় বার বার
চলে আসি
তোমাকেও সেই দেশের
ঠিকানা বলে আসি..
আজ খুনসুটি হোক অল্প বেশী
চিন্তা দের ছুটি হোক অল্প বেশী
আজকে লাগাম ছাড়া
খুশির কূল কিনারা..
আমি চাই এমন ভাবে তুমি থাকো
যত্ন করে আমায় আগলে রাখো
চলো সব ভুলে দু-কূল ছাপিয়ে
ভালোবাসি..
আছে পথ খোলা তুমি আমি চলো
ঘুরে আসি..
আজ খুনসুটি হোক অল্প বেশী
চিন্তা দের ছুটি হোক অল্প বেশী
থাকছে তোমার পাশেই মন পাহাড়া
মনে মনে দেখো কেউ পাবার ডাক
এই উৎসবে যায় বার বার
চলে আসি
তোমাকেও সেই দেশের
ঠিকানা বলে আসি..
আজ খুনসুটি হোক অল্প বেশী
চিন্তা দের ছুটি হোক অল্প বেশী…