আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পে [x2]
দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লেখা থাকা ছিল তাই
দুটি পাখি এক ডালে
হাওয়ার দোলায় দোলায়
পাশাপাশি উড়ে চলে যায়
হো.. কত হাসি কত কথা
ভরে মনে মনে
তোর নাম তুলি ছবি
একেছি গোপনে
আজ কেমন শূন্য তোকে ছাড়া
ইচ্ছের দিচ্ছে সেই ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পে
আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেব চেনা আব্দার
ঘুমের ভিতরে তোকে
ঘোরাব নয়ন নদী
ঢেকে দেব মেঘেতে আবার
হম.. কত হাসি কত কথা
ভরে মনে মনে
তোর নাম তুলি ছবি
একেছি গোপনে
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পে [x2]