আজকের এই অন্ধকার থাকবে না কাল – Dwaipayan Saha
আজকের এই অন্ধকার থাকবে না কাল
হোক না যতই জীবনটা বেসুরো ও বেতাল
কেটে যাবে রাত, তুমি দেখবে হঠাৎ
এসে গেছে নতুন সকাল
আজকের এই অন্ধকার থাকবে না কাল
জানি একদিন নৌকা এসে তীরে ভিড়বে
বেরালের জন্য একদিন শিখে চিরবে (x2)
খাঁচা তাও খুলবে, পাখি তাও উড়বে
ছাড়বো-না যে হাল
আজকের এই অন্ধকার থাকবে না কাল
খাতায় লেখা স্বপ্নগুলো
সুর খুঁজে পাবে
একদিন হঠাৎ তারা নতুন
গান হয়ে যাবে (x2)
গাইবে জীবন আকাশ তখন
আজকের এই অন্ধকার থাকবে না কাল
হোক না যতই জীবনটা বেসুরো ও বেতাল
কেটে যাবে রাত, তুমি দেখবে হঠাৎ
এসে গেছে নতুন সকাল
আজকের এই অন্ধকার থাকবে না কাল