আগুন হৃদ – Rupam Islam
পুণ্যবানে-রা মরে স্বর্গের আশায়
মরবার পর যেতে ভুল ঠিকানায়
আর আগুন হৃদয়-তে তা পুড়ে হলো ফ্রাই
সেই সোকে তুমি নি নীরবে দাঁড়াই
জানি না খবর তুমি পেয়েছো কি না
পাশের বাড়ির মহিষী মাসিমা
গত হয়েছেন কুকুরের কামড়ে
তার বিধেহী আত্মা আকাশে ওড়ে
বে আবরু অপ্সরা
বে আবরু অপ্সরা নাচে তাতা-থই
মরবার পর দাদা স্বর্গে যাবই
আর আগুন হৃদয়-তে পড়ে শেষ ইচ্ছে
প্রোগ্রাম শেষ গাও জয়ো জয়ো জয়ো হে