আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই
আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই
সকাল দুপুর রাত্রি বিকেল আকাশে তাকাই
গোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষ্মী সোনা,
তোমার মুখে হাসি দেখতে চাই
তুমি হাসো.. একটু খানি হাসো
তাতেই আমি বুঝে নেবো অনেক ভালোবাসা [x২]
তোর আমার পরাণ পাখি
হৃদয় দিয়ে তোমায় ডাকি
একটু খানি আসো
ও.. আদর মাখা চাদর দেবো
বুকের মাঝে জড়িয়ে নেবো
তুমি যদি হাসো
গোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষ্মী সোনা,
তোমার মুখে হাসি দেখতে চাই
তুমি হাসো.. একটু খানি হাসো
তাতেই আমি বুঝে নেবো অনেক ভালোবাসা [x২]
ভালোবাসা চুপটি করে
বসে আছে হৃদয় জুড়ে
মুক্তি করে কালো
তুমি এলে হৃদয় ভরে
আলতো করে হাতটি ধরে
একটু বসো ভালো
গোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষ্মী সোনা,