আইটেম বোম্ব – Madhubani Bagchi, Rana Mazumder & Chorus
কমন কমন কমন বেবি
লেট’স রক অ্যান্ড রোল (x2)
হাতে-বাজারে..
হাতে-বাজারে..
হাতে-বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যে না দুলিয়েছি কোমর নরম
আমারি সব দোষ
পোষায় না এই উপোষ
ওরে বাবু-দে আমায় ছেড়ে দে না রে এখন
এসেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..
ফেটেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..
কমন কমন কমন বেবি
লেট’স রক অ্যান্ড রোল (x2)
কত যে সহিদ আছে তোর নামে লেখা
তাকালে কারেন্ট লাগে ছুঁয়ে দিলে চেকা (x2)
তাই আজ তোর সাথে জলে পুড়ে যাবো
বলে বলে তোর কাছে আমি কেশ খাবো
হাতে-বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যে না দুলিয়েছি কোমর নরম
আমারি সব দোষ
পোষায় না এই উপোষ
ওরে বাবু-দে আমায় ছেড়ে দে না রে এখন
এসেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..
ফেটেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..
হো.. চোখে চোখে কথা হবে
হবে ছেড়ে খানি
নোট গাছে জল দেবে রাজা আর রানি (x2)
রঙে ঢঙে তোর আমি
আহা মরি মরি
মনে মনে দিশ কেনো
এতো বাহাদুরি
হাতে-বাজারে.. হায়
হাতে-বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যে না দুলিয়েছি কোমর নরম
আমারি সব দোষ
পোষায় না এই উপোষ
ওরে বাবু-দে আমায় ছেড়ে দে না রে এখন
এসেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..
ফেটেছি আমি আইটেম বোম্ব..
হাতে-বাজারে আইটেম বোম্ব..