অভিযান – Rupam Islam
প্রিয়তমা শুতে যাও
চোখ থেকে জল মুছে নাও
আজ তোমার কোনো কান্নাও
রুখতে পারবে না আমায়
ভোর হয়ে আসছে যে
ফিরে যেতে হবে জাহাজে
ডাক দিয়েছে আমায় অভিযান
ডাক দিয়ে গেছে সময়, সময়
দেখো ভোরের আলোয়
প্রিয় জাহাজ আমার অপেক্ষায় দাড়িয়ে
ফিরে আসবো, হা আসবো
বছর না ফুরোতেই
তাই পাড়ি দিয়েছি
নতুন দেশ খুঁজে পেয়েছি
বাধা দিয়েছে ঝড়ের অন্তরীপ
তবু হারি নি আমি, আমি
মনে করেছি তোমার কথা
ভয়ে কাঁপিনি অযোথা
তাই আমার এ সফলতা
নতুন পথ চিনি আমি, আমি
মাঝ সমুদ্রে যখন উঠেছে ঝড়
তখন আমি পেয়েছি ঈশ্বরের খোঁজ
দেখেছি স্বপ্নে তোমায় রুজ
আমি দেখেছি নতুন জনপথ
তোমার জন্য এনেছি সম্পদ (x2)
দারুচিনি লবঙ্গ মনি মুক্তো-ই
বিরহের মশুল আমায়
দূর থেকে মনে হয়েছে
জাহাজ ডুবে যায় দিগন্তে
কিন্তু এখন আমি যে এনেছি
যে পৃথিবী-টা গোলাকার
গ্যালিলিও.. গ্যালিলিও বলেছিলেন
মানুষ একদিন দানা পাবে
হরিদাস-ও পেয়ে যাবে তার দানা
আর আনন্দে উড়ে যাবে
আকাশ থেকে হরিদাস
যখন পৃথিবীর দিকে তাকাবে
নীল আর সবুজ এই পৃথিবী
নির্ঘাত তাকে চমকাবে
সে বলবে আমি দেখেছি
দেখেছে চোখ
আর আমার এ রোগ
এই প্রত্যয় তোমাদেরও হোক
আগামীর হোক, আগামীর হোক
সে বলবে আমি দেখেছি
দেখেছে চোখ
আর আমার এ রোগ
এই প্রত্যয় তোমাদেরও হোক
আগামীর হোক, আগামীর হোক