অভিমান – Akopot The Band
আমি সমাধানে পড়ে থাকা
নিষ্ঠুর ভাগ্যেশ
এগিয়ে বসে থাকা পরাধীন নিশ্বাস
বিশ্বাস করি আমার অমিত্য হয়েছিলো
ভালোবাসা তোমার সাজানো
তোমার নিজের খেয়ালে বলা মিথ্যের জঞ্জাল
আঁকড়ে ধরে আমি থাকবো চিরকাল
ঘৃণা করে-ও তোমায় ভালোবেসে যাবো
শাস্তি আমি তোমায় দেবো না
আমি বাঁচতে চাই না আমায় মরতে দাও
তোমার সুখে আমায় থাকতে দাও
তোমার গায়ের গন্ধ আমায় মাপতে দাও
মৃত হৃদয়ে আমায় থাকতে দাও
তোমার বিশুদ্ধ শরীরের
নেশাত্ত নিশ্বাস
মৃত্যুর স্পর্শে বাঁচার উচ্ছ্বাস
নষ্ট হলেও ভালোবাসি তোমায়
অন্তিম মিচিলেও ভালোবাসতে চাই
তোমার মায়া আমার অসুখ
আমার মৃত্যু-তে তোমার সুখ
তোমার নগ্নতা আমার শরীর
তোমার চেতনা আমার
আমি বাঁচতে চাই না আমায় মরতে দাও
তোমার সুখে আমায় থাকতে দাও
তোমার গায়ের গন্ধ আমায় মাপতে দাও