হোম শান্তি হোম
ইচ্ছে করছে আলোর গর্তে
খেলবো আজকে তোরই শার্টে
ইচ্ছে করছে ধরবো ফরিং
লাইফ তো নয় একটুও বোরিং (x২)
চল না এই বেডরুম
আজকে সাজাই ঝুলন
বল না কি চাইছিস
গান আর ফান হোক ফুল অন
আজ আলো জ্বালবো না আর
লেট’স পার্টি হোম শান্তি হোম
বন্ধু হোক এই অন্ধকার
লেট’স পার্টি হোম শান্তি হোম (x২)
ইচ্ছে করছে ঝিঙে পোস্ত
জোনাকির পিঠে বসত
ইচ্ছে করছে সাজবো জোকার
কি পাগলামি বাপ আর খোকার
চলনা সব পাল্টাই
সাজবো যা ইচ্ছে তাই
বেশ করবো আজ করবো
এই জীবনকে যা চাই
আজ হলে হোক লোড-শেডিং
লেট’স পার্টি হোম শান্তি হোম
ফ্যামিলির একটাই হেডিং
লেট’স পার্টি হোম শান্তি হোম
হো হো.. হোম শান্তি হোম
হো হো.. হোম শান্তি হোম
হো হো.. হোম শান্তি হোম
হোম শান্তি হোম (x২)
একে-চন্দ্র তিনে তে ট্যাঙ্গো
শান্তি হোম
স্টেপ ভুল হলে করো না ব্যাঙ্গ
শান্তি হোম
এই পার্টি চলুক বারোমাস
শান্তি হোম
এক হলো থ্রি মাস্কেটিয়ার্স
শান্তি হোম
চল না এই বেডরুম
আজকে সাজাই ঝুলন
আরে বল না কি চাইছিস
গান আর ফান হোক ফুল অন
আজ হলে হোক লোড-শেডিং
লেট’স পার্টি হোম শান্তি হোম
ফ্যামিলির একটাই হেডিং
লেট’স পার্টি হোম শান্তি হোম (x২)
হো হো.. হোম শান্তি হোম