হালকা হালকা প্রেমে দে আজ ঘুম ভাঙিয়ে
শুধু তোকে ভালোবাসতে চাই
শুধু তোকে ঘিরে বাঁচতে চাই [x২]
কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে
সব লুকিয়ে রাখি তোকে জানতে না দিয়ে..
তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে
আমায় দিলে সার
সুরের পথে চলি যাই
এমন দিশেহারা তোকে পলকে হারাই
কেন তোকে ভাবি আর সন্ধ্যে হয়
সব সাজানো কথা আর মিথ্যে তা তো নয়
তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে [x২]
কেন হলো এমন
আশায় বসে থাকি রোজ
সামনে চলি এলো সবদের হচ্ছে নিখোঁজ
কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে
সব লুকিয়ে রাখি তোকে জানতে না দিয়ে
তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে