হারবো না – Ujjaini Mukherjee
আবার ঘূর্ণিঝড়
আবার ভাঙবে ঘর
আবার দু-সময়
এবার সাহস বুকে ভরে নেবো (x2)
আবার ডাকছে ভোর
গহীন রাত-প্রহর
এবার উত্তরণ
যেটার বাজি মুঠোয় ভরে নেবো
না না না না হারবো না
ডরাবো ঘুরে আর তো ছাড়বো না
যন্ত্রণা ভুলে যেতে পারবো না
হারবো না না (x2)
রাত ফেরা ভোর সূর্য আদরে
ইচ্ছের শপথ জ্বালা
মন বলে চলো একবার বলো
এবার আমার পালা (x2)
সময় নেই তো আর
কোথাও পালাবার
জীবন ফিরতে চায়
এবার সাহস বুকে ভরে নেবো
আবার ডাকছে ভোর
গহীন রাত-প্রহর
এবার উত্তরণ
যেটার বাজি মুঠোয় ভরে নেবো
না না না না হারবো না
ডরাবো ঘুরে আর তো ছাড়বো না
যন্ত্রণা ভুলে যেতে পারবো না
হারবো না না (x4)