স্বাধীনতা – Astanaa Bangla Band
রক্ত-চাপে
আলতো হাতে
করছো বেইমানি [x২]
স্বাধীন-চেতা খুঁজছি
শুনে স্বাধীনতার বাণী [x২]
এই দেশে ছদ্মবেশে
খেলছে জন করছে হাহাকার
কলম ছেড়ে ধরছে শিশু
বন্দুকেরি-দার [x২]
রূপকথার রাজপুত্র
আসছে পক্ষীরাজে
সাজছে রানীর রাজ-প্রাসাদ
ভালোবাসার সাজে আজো
রূপকথার রাজপুত্র
আসছে পক্ষীরাজে
সাজছে রানীর রাজ-প্রাসাদ
ভালোবাসার সাজে
তবু স্বপ্ন আজ হচ্ছে খত
অন্ধকারী ভয়
শিংগাসনে বসলে রাজা
রাবণ কেনো হয় ? [x২]
যুগ খুঁজছি আমি সেই
স্বাধীন হয়ালো
ইতিহাস বদলে গেছে
বদলে গেছে যুগ
ইতিহাস বদলে গেছে
বদলে গেছে মনে
স্বাধীনতা হারিয়ে গেছে
জ্ঞান-এ অজ্ঞান-এ আজ [x২]
রক্ত-চাপে আলতো হাতে
করছো বেইমানি [x২]
স্বাধীন-চেতা খুঁজছি
শুধু স্বাধীনতার বাণী [x২]
স্বাধীন-চেতা খুঁজছি…