স্বপ্নঘুরি – Bhalobashar Fanush
অনুভূতি কোনো লুকিয়ে রাখা
যেন হঠাৎ করে খুঁজে পাওয়া
তেমনই করে তুমি এলে যে আজ
আমার জীবনে রঙ সে থেকে সব কিছু
বদলে যাওয়া..
তুমি আমার হয়ে আছো বলে
সব স্বপ্নঘুরি
উড়াই আমি রোজ আকাশে….
সে পথ বেঁধেছ তুমি এই হৃদয়ে
আমার সেই মৌনতায় হারিয়ে যাই আজ ডুবে
এই পিছু টান কিছু অভিমান
যত ভালোলাগা আছে নিয়ে..
সে কোন দোতানে যায় ফিরে
ভালোবাসি তোমায় বলতে গিয়ে..
থেকো তুমি পাশে এতো টুকু ছাওয়া
হবে তখনই আমার সব ছাওয়া পাওয়া
যা কিছু ছিল আমার ভাবনা তে
বুঝেছো হারিয়ে আজ যাওয়া
তুমি আমার হয়ে আছো বলে
সব স্বপ্নঘুরি
উড়াই আমি রোজ আকাশে….
সে পথ বেঁধেছ তুমি এই হৃদয়ে
আমার সেই মৌনতায় হারিয়ে যাই আজ ডুবে