সময় থেমে যায় কত কথায় কথায় – Arko Mukherjee
সময় থেমে যায়
কত কথায় কথায়
দুই বন্ধু যে মুখো-মুখি
বহুদিন পর আজ অবসর
স্মৃতির পাতায় উঁকি-ঝুকি
জমিয়ে রাখা আমার যত কথা
ঘুমিয়ে থাকা আমার যত গান
আজকে ভেঙে দিক না নিরবতা
ভুলিয়ে দিক.. পিছুতান
কতো কান্না-হাসির বসে পাশে-পাশে
ভাগ করে নেয়ার টিফিন
ছোটবেলার সেই বন্ধু-রা কেউ নেই
কতো বদলে গেলো যে দিন
জমিয়ে রাখা আমার যত কথা
ঘুমিয়ে থাকা আমার যত গান
আজকে ভেঙে দিক না নিরবতা
ভুলিয়ে দিক.. পিছুতান
আমরা সবাই যাত্রী ছুটছি দিন-রাতি
অজানা কোনো এক ঠিকানায়
চলতি পথের বাঁকে
লুকিয়ে পরে থাকে
গল্পগুলো বলবো যা তোমায়
আশবে তুমি কখনো?
আড্ডা শুরু হবে
থীমে যাবে আবার সময়
জমিয়ে রাখা আমার যত কথা
ঘুমিয়ে থাকা আমার যত গান
আজকে ভেঙে দিক না নিরবতা
ভুলিয়ে দিক.. পিছুতান
সময় থেমে যায়
কত কথায় কথায় কত কথায় কথায়
দুই বন্ধু যে মুখো-মুখি
বহুদিন পর আজ অবসর
স্মৃতির পাতায় উঁকি-ঝুকি
জমিয়ে রাখা আমার যত কথা
ঘুমিয়ে থাকা আমার যত গান
আজকে ভেঙে দিক না নিরবতা
ভুলিয়ে দিক.. পিছুতান (x2)