রংচটা শহর জেগে উঠেছে আজই – তাহসান
যেদিকে তাকাই খোলা রাস্তা
তুমি নাই,
কোন পথে চলে গেছো আজ
মনে নাই।
আজ সব পথ ঘুরিফিরি
মানে নাই,
যেদিকে তাকাই খোলা রাস্তা,
তুমি নাই।
একটা রংচটা শহর
জেগে উঠেছে আজই,
আমি এক পরাজিত
তোমার নামেই বাজী।
কিছু পাতা মেঘের মত তোমার পরে,
কিছু পাখি তোমার মত শহর ছাড়ে।
আজ সব পথ ঘুরিফিরি
মানে নাই,
যেদিকে তাকাই খোলা রাস্তা,
তুমি নাই।
একটা রঙচটা শহর
জেগে উঠেছে আজই,
আমি এক পরাজিত
তোমার নামেই বাজী।
যেদিকে তাকাই খোলা রাস্তা
তুমি নাই,
কোন পথে চলে গেছো আজ
মনে নাই।