যেখানে সব শেষ সেখানে শুরু
যেখানে সব শেষ – সেখানে শুরু
হতে পারে.. আবার হয়তো কোনোদিন
দূরের দিগন্তে.. তারা ঘুমায়
জেগে যাবে.. হা আবার হয়তো কোনোদিন
ওও..চলে যাওয়া সহজ তো নয় তবু চলে যাই..
ফিরে আসা সহজ তো নয়, ফিরে আসতে চাই..
ওও..ঠিক আবার হয়তো কোনোদিন
যেখানে সব শেষ – সেখানে শুরু
হতে পারে.. হা আবার হয়তো কোনোদিন
হো.. যা কিছু হারালো জানে তা অসময়..
স্টেশন ছেড়ে গেলে ইচ্ছে-রা দূর মনে হয়..
ওও. সময় নিয়ে এলো কে জানে এই কথায়..
ঝড় কে মেনে নিলে শুনেছি রাত কেটে যায়..
সকাল হবে, ঠিক আবার, হয়তো কোনো দিন
যেখানে সব শেষ – সেখানে শুরু
হতে পারে.. আবার হয়তো কোনোদিন
দূরের দিগন্তে.. তারা ঘুমায়
জেগে যাবে.. হা আবার হয়তো কোনোদিন
ওও..চলে যাওয়া সহজ তো নয় তবু চলে যাই..
ফিরে আসা সহজ তো নয়, ফিরে আসতে চাই..
ওও..ঠিক আবার হয়তো কোনোদিন
যেখানে সব শেষ – সেখানে শুরু
হতে পারে.. হা আবার হয়তো কোনোদিন