যাবো চলে দৃষ্টির আড়ালে – Timir Biswas
যাবো চলে.. দৃষ্টির আড়ালে
না দেখা জগতে উউ.. (x২)
ঝরা পাতায় লিখে কবিতা
নিঃশ্বাস ঘূর্ণি বাতাসে
নিঃশ্বাস ঘূর্ণি বাতাসে..
থেকো তুমি আজ ভালো
থেকো তুমি আজ ভালো (x২)
দেখো থমকে যায়, এই সময়
কী যে বলতে চায়, এই হৃদয়
জোনাকিরা আজ দিচ্ছে না আলো
ক্লান্ত হয়ে চাঁদ ঘুমিয়ে গেলো..
থেকো তুমি আজ ভালো
থেকো তুমি আজ ভালো (x২)
দেখো পুড়ছে সুখ, যন্ত্রণায়
কাঁপছে চিবুক, ভাবনায়
পাচ্ছি কোথায় আমার আমি কে
ভাসিয়ে দিলাম বিপরীত স্রোতে..
থেকো তুমি আজ ভালো
থেকো তুমি আজ ভালো
যাবো চলে.. দৃষ্টির আড়ালে
না দেখা জগতে
ঝরা পাতায় লিখে কবিতা
নিঃশ্বাস ঘূর্ণি বাতাসে..
নিঃশ্বাস ঘূর্ণি বাতাসে..
থেকো তুমি আজ ভালো
থেকো তুমি আজ ভালো (x২)