যাবার বেলায় দেখা হল কথা হল না
চোখে দেখা আছে স্বপ্ন আছে
ও বুকে রাগ আছে অহংকারী বাসনা আছে [x2]
সবই আছে তোমার চোখে
লুকোনো যায় তোমার বুকে
সবই আছে তোমার চোখে
লুকোনো যায় তোমার বুকে
মুখ ফুটে কিছুই বলো না…
যাবার বেলায় দেখা হল কথা হল না
যাবার বেলায় দেখা হল কথা হল না
তাই করি না, আর পারি না..
করি না, আর পারি না.. [x3]
সাইকেল চোরে দাপিয়ে বেরানো শরৎ দুপুর..
জুজু জু জু জুজু .. [x2]
নাকে নোলক দোলে
খোঁপায় ফুল ঝোলে [x2]
ও বাজে পায়ে নূপুর
ও বাজে পায়ে নূপুর..
তোমায় ভাবি দিনে রাতে
তুমি আছো আমার সাথে [x2]
চোখ দুটি মেলে দেখো না..
যাওয়ার বেলায় দেখা হল কথা হল না
যাওয়ার বেলায় দেখা হল কথা হল না
তাই করি না, আর পারি না..
করি না, আর পারি না.. [x3]
তোমার জন্যে দাড়িয়ে থাকি কলেজের গেটে
হেই হেই হেই হেই.. [x2]
সাইকেলে পাম নেই
রাস্তা তো জাম নেই [x2]
ও যাও তুমি হেঁটে, যাও তুমি হেঁটে..
রেগে গিয়ে গাল ফোলানো
চোখ রাঙিয়ে সেই তাকানো
মাইরি ভোলা যাবে না..
যাবার বেলায় দেখা হল কথা হল না
যাবার বেলায় দেখা হল কথা হল না
তাই করি না, আর পারি না..
করি না, আর পারি না.. [x3]
চোখে দেখা আছে স্বপ্ন আছে
ও বুকে রাগ আছে অহংকারী বাসনা আছে [x2]
সবই আছে তোমার চোখে
লুকোনো যায় তোমার বুকে