যদি মেঘে চাঁদ ঢাকে
যদি মেঘে চাঁদ ঢাকে
জোছনা তা হয় মলিন
যদি মেঘে ঢাকে আকাশ
তারা গুলো হয় বিলীন
আমি চাই না যে তারা, জোছনারও আলো
যদি তুমি আমায় ভালো বাসো [x২]
এই মনেতে আছো তুমি
রেখেছি তোমায় গোপনে
মনিরি বাগান তোমারি জন্য
সাজিয়েছি যতনে
এই হৃদয়-এর গভীরে
প্রতি খনে খনে
প্রেমেরি মশাল জ্বালো
আমি চাই না যে তারা, জোছনারও আলো
যদি তুমি আমায় ভালো বাসো [x২]
তুমি আমার প্রথম প্রেম
শিশির ভেজা প্রথম রোদ
তুমি আমার মায়া ভরা
একমুঠো রোদ্দুর
এই হৃদয়-এর গভীরে
প্রতি খনে খনে
প্রেমেরি মশাল জ্বালো
আমি চাই না যে তারা, জোছনারও আলো
যদি তুমি আমায় ভালো বাসো [x৪]