যদি আর একটু সময় দিতে
যদি আর একটু সময় দিতে, যেতে যেতে
ঘুরে ফিরে আসতে আবার
বিকেলটা বরং ছিল ভালো
দেখা যাচ্ছিল, পুরো-পুরি গাছটা
এখন জলের রঙও গাঢ়
আর আমারও ওঠায় দারুণ তৃষ্ণা
তোমার স্পর্শে বেঁচে থাকি
একাকী.. আরো ভালোবাসবো আশায়
যদি আর একটু সময় দিতে, শুনতে
অলোকিত হতো কি অন্ধকার
যদি আরো শিথিল হতো আকাশ, অবকাশ
নীলতায় তোমায় আমায়
যদি আর একটু সময় দিতে, যেতে যেতে
ঘুরে ফিরে আসতে আবার