মেঘে ঢাকা তুই ছাড়া যেন সব ফাঁকা
দূরে ঠেলেছি আমি তোকে
মন ভেঙেছি ভুল করে
আজ বুঝেছি তুই ছিলি
আমারি হৃদয়ের পরি.. (x২)
সাগরে আজ ঢেউ যত
এই বুকে জ্বালা তত
একি সেই ঝড়ো হাওয়া
করছে আমায় পিছু টানা
তুই ছাড়া সব মেঘে ঢাকা
তুই ছাড়া যেন সব ফাঁকা (x২)
তোর প্রেমে পাগল হয়ে
আমি চিনেছি আজ নিজেকে
তোর প্রেমে অন্ধ হয়ে
আমি মেলেছি হৃদয় চোখ-টাকে.. (x২)
সাগরে আজ ঢেউ যত
এই বুকে জ্বালা তত
একি সেই ঝড়ো হাওয়া
করছে আমায় পিছু টানা
তুই ছাড়া সব মেঘে ঢাকা
তুই ছাড়া যেন সব ফাঁকা (x২)
দূরে ঠেলেছি আমি তোকে
মন ভেঙেছি ভুল করে
আজ বুঝেছি তুই ছিলি
আমারি হৃদয়ের পরি..
সাগরে আজ ঢেউ যত
এই বুকে জ্বালা তত
একি সেই ঝড়ো হাওয়া
করছে আমায় পিছু টানা
তুই ছাড়া সব মেঘে ঢাকা
তুই ছাড়া যেন সব ফাঁকা (x২)