মিথ্যে নয় – HABIB WAHID
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
প্রশ্ন উত্তর ধুয়ে
আমি যে কে তোর বল না রে
আদরে আদর এঁকে
স্বপ্ন আবির মেখে
হারাবো কোথাও চল না রে
আর কারো নয় রে তুই
মন দিয়ে মনরে ছুঁই
তোরে বড় বেশি ভালোবাসি
এই কথা টি মিথ্যে নয়
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
প্রশ্ন উত্তর ধুয়ে
আমি যে কে তোর বল না রে
আদরে আদর এঁকে
স্বপ্ন আবির মেখে
হারাবো কোথাও চল না রে
চোখেরি পলকে
তুই ছাড়া বল না কে
জড়ালি কি জাদু কি মায়ায়
তুই আমার সব চাওয়া
চুপ কথা রূপ কথায়
জীবনের পুরোটা অনাগোনায় (x২)
আর কারো নয় রে তুই
মন দিয়ে মনরে ছুঁই
তোরে বড় বেশি ভালোবাসি
এই কথা টি মিথ্যে নয়
হৃদয়ে হৃদয় ছুঁয়ে
প্রশ্ন উত্তর ধুয়ে
আমি যে কে তোর বল না রে
আদরে আদর এঁকে
স্বপ্ন আবির মেখে
হারাবো কোথাও চল না রে