মায়ার জীবন জোনাকী
ও.. মায়ার জীবন বন্ধু
বুঝবি কি তার চল চাতুরি
কাঁদায় বা কখন হাসায়..[+২]
হাতের মুঠোয় কঠিন সান্ত্বনার
সাহস পেলে এ নাগাল পাবি..
পায়ের নিচে মাটির চোখ ভার..
বুকের পায়জোর মনের চাবি..
বয়ে চলা নদী কোনো…
বর্ষা দিয়ে নেই কোনো…
থামেনি দৌড় এখনো…
থামেনি দৌড় এখনো…
জোনাকি… এখনো-তো জ্বলতে বাকি
জোনাকি..জোনাকি..এখনো-তো জ্বলতে বাকি..
ও.. আকুল ও দরিয়ার মাঝি
কি করে তুই দিবি পাড়ি
মন দোলে যাওয়ার ভাটায়..[+২]
বুকের আগুনেতে, লুকিয়ে লুকিয়ে
এখনো আগুন পোহাস
ফুরিয়ে যেতে যেতে, তুই আবার কেনো
আবারো ফিরে ফিরে চাস…
কিছুটা ঘর কুনো, ভেতরে ইচ্ছে-রা
ঘুমরে মরছে হাজার
সূর্য উঠে গেলে, সে কথা কানে কানে
মনের ঘুম কে জানাশ….
ও.. মায়ার জীবন বন্ধু
বুঝবি কি তার চল চাতুরি
কাঁদায় বা কখন হাসায়..[+২]
হাতের মুঠোয় কঠিন সান্ত্বনার
সাহস পেলে এ নাগাল পাবি..
পায়ের নিচে মাটির চোখ ভার..
বুকের পায়জোর মনের চাবি..
বয়ে চলা নদী কোনো…
বর্ষা দিয়ে নেই কোনো…
থামেনি দৌড় এখনো…
থামেনি দৌড় এখনো…
জোনাকি… এখনো-তো জ্বলতে বাকি
জোনাকি..জোনাকি..
এখনো-তো জ্বলতে বাকি..