মন বেচারা ছন্নছাড়া – Shaan & Shweta Pandit
গা রে, গা রে, গা রে সা নি সা
গা রে, গা রে, গা মা পা
গা রে, গা রে, গা রে সা নি সা
নি নি সা (২ বার)
মন আমার প্রেমের ঘরে ঘর ছাড়া
মনটা তোর অল্প বেশি মুখ চোরা
মন আমার স্বপ্ন এলে ভরতে যায়
মনটা তোর কারণ ছাড়া মরতে চায়
খুনসুটি, খুনসুটি মনের ভেতর
চুপিচুপি দিয়ে গেলে ইশারা
হাটি-হাটি পায়ে পায়ে মনের ভেতর
হঠাৎ মুষলধারা
মন বেচারা ছন্নছাড়া
সঙ্গে আছে তোর
তুই তাকালে কিনবে আকাশ
কিনবে এ শহর (২ বার)
বন্ধ কোনো অন্ধকারে
থমকে ছিলো মন
চিনলো আলো মন্দ-ভালো
তুই এলি যখন (২ বার)
হয়রানি, হয়রানি মনের ভেতর
কানে কানে দিয়ে গেলো বলে
তুই এলি, তুই এলি মনের ভেতর
নদীতে আগুন জ্বলে
মন বেচারা ছন্নছাড়া
সঙ্গে আছে তোর
তুই তাকালে কিনবে আকাশ
কিনবে এ শহর (২ বার)
কত কত রাত জেগেছি
তোকে খোঁজার ছল
আজকে হঠাৎ ঘুম ভাঙালি
ছিলি কোথায় বল? (২ বার)
খুনসুটি, খুনসুটি মনের ভেতর
চুপিচুপি দিয়ে গেলে ইশারা
হাটি-হাটি পায়ে পায়ে মনের ভেতর
হঠাৎ মুষলধারা
মন বেচারা ছন্নছাড়া
সঙ্গে আছে তোর
তুই তাকালে কিনবে আকাশ
কিনবে এ শহর (২ বার)