মন কে আজ খুলতে দে না
স্বপ্নেরা দেয় হাত-ছানি
তোর দু-চোখের ইশারায়
গল্পেরা হবে সত্যি আজ
এলে তোর হাতের ছায়ায়
বাড়িয়ে দে আজ দু পা
চল তোর সাথে হারাতে চাই (x2)
মন কে আজ খুলতে দে না
দু কথা বলতে দে না
ভিড় করে আছে যারা
মন ঘরে (x2)
তুই হে তুই শুধুই
আছিস এ মনে আর নেই কিছুই
আমায় ভালোবেসে যা
তোর মতনই করে
মন কে আজ খুলতে দে না
দু-কথা বলতে দে না
ভিড় করে আছে যারা
মন ঘরে (x2)
আজ পেলাম খুঁজে
হে তোর মাঝে নিজেকে
রাত জড়িয়ে ভরে
হে নিজের করে আমাকে
মন কে আজ খুলতে দে না
দু কথা বলতে দে না
ভিড় করে আছে যারা
মন ঘরে (x2)
স্বপ্নেরা দেয় হাত-ছানি
তোর দু চোখের ইশারায়