মন আমার তোমাকে চায়
তোমাকে দেখেই যেন মনে হয়
তুমি যে আমার কত চেনা
সয়নো স্বপন খেয়ালি মনে
তুমি যে আমার ভাবনা
যেন তোমার চোখে আহা কী সুখে
ভালোবাসা ডাক দিয়ে যায়
আমি সে ডাক শুনি
কী স্বপ্ন গুনি
মন আমার তোমাকে চায় [x২]
আগলে ছিলাম একাকাই পথ ভোলা উদাসী
তুমি এলে জীবনে তোমাকে ভালোবাসি [x২]
তুমি যে ভালোবাসার নাম লেখা
অঙ্গীকার তোমায় পেলে
পাওয়া হবে না পাওয়া
সব তার..
যেন তোমার চোখে আহা কী সুখে
ভালোবাসা ডাক দিয়ে যায়
আমি সে ডাক শুনি
কী স্বপ্ন গুনি
মন আমার তোমাকে চায় [x২]
তুমি গেলে আড়ালে
মন ভরে যায় কী ব্যথায়
ভুলতে পারি নিজেকে
ভোলা যাবে না তোমায় [x২]
তুমি যে ভালোবাসার নাম লেখা
অঙ্গীকার তোমায় পেলে
পাওয়া হবে না পাওয়া
সব তার..
যেন তোমার চোখে আহা কী সুখে
ভালোবাসা ডাক দিয়ে যায়
আমি সে ডাক শুনি
কী স্বপ্ন গুনি
মন আমার তোমাকে চায় [x২]
তোমাকে দেখেই যেন মনে হয়
তুমি যে আমার কত চেনা
সয়নো স্বপন খেয়ালি মনে
তুমি যে আমার ভাবনা.. হুঁ..