ভালো থেকো নেপাল বাসি
মৃত্যু কে জয় করে আজো
রাষ্ট্রের মাঝে দাড়িয়ে আছো
প্রকৃতির পরিহাসে ধংসো
নেপাল বাসি
জীবন যুদ্ধে বাঁচতে রাজি
তবু কেনো আজ – ধংসের সাজ
সাজছে পাহাড় জুড়ে..
কান্না হাসির – খেলা ঘোরে
মৃত্যু আঁচড়ে পড়ে.. [x২]
ভালো থেকো.. নেপাল বাসি
সুখে থেকো.. বলতে আসি
ভালো থেকো.. নেপাল বাসি..
সুখে থেকো.. বলতে আসি
না না না আর কেডো না
না না না হার মেনো না
না না না আমরাও আছি
না না না তোমাদের পাশে
না…..
তোমাদের সাথে আমরা…
বন্ধুত্বের হাত তা বাড়িয়ে..
যতো দুঃখ কষ্ট আসুক..
থাকবো পাশে দাড়িয়ে..
নতুন ভোরের ফুটবে আলো
ওই অন্ধারের বুক ছিঁড়ে..
ফিরবে সুদিন হাসির খেলা
প্রতিটি মায়ের কোলে [x২]
ভালো থেকো.. নেপাল বাসি..
সুখে থেকো.. বলতে আসি
ভালো থেকো.. নেপাল বাসি
সুখে থেকো.. বলতে আসি..