ভালোবাসা তারপর

কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ওই ভয়ানক একা চাঁদ-তার সাথে
স্বপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিজে যায় রাতে [x২]

ভালোবাসা তারপর দিতে পারে
গত বছরের শুভাশিস
বহুদিন আগে তাদের আলো
শূন্য আঁধার আকাশ [x২]

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুণ্ডে শেকা হাত
শিশির চোয়ারে পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত [x২]

ভালোবাসা তারপর দিতে পারে
গত বছরের শুভাশিস
বহুদিন আগে তাদের আলো
শূন্য আঁধার আকাশ

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *