বসন্ত উৎসব রবিন্দ্র সঙ্গীত
নীল দিগন্তে.. ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে..
বসন্তে সৌরভের শিখা জাগলো,
বসন্তে সৌরভের শিখা জাগলো
নীল দিগন্তে.. ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে..
আকাশের লাগে ধাঁদা,
রবির আলো ওই কি বাঁধা…
বুঝি ধোঁয়ার কাছেআপনাকে সে মাগলো
সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো,
নীল দিগন্তে.. ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে..
নীল দিগন্তে মোর বেদনার খানি লাগলো
অনেক কালের মনের কথা জাগলো
এলো আমার হারিয়ে যাওয়া,
কোন ফাগুনের পাগল হাওয়া..
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো
এই ফাগুনে আপনাকে সে মাগলো
সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো,
নীল দিগন্তে.. ওই ফুলের আগুন লাগলো, লাগলো