বলো সাথিয়া হাই – Imran & Nusrat Bristi
বলো সাথিয়া হাই..
ভাঙা মনে লাগে কি জোড়া ?
বলো না বলো হাই..
দানা ছাড়া যায় কি ওরা ?
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে হৃদয়..
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে সময়..
বলো সাথিয়া হাই..
ভাঙা মনে লাগে কি জোড়া ?
বলো না বলো হাই..
দানা ছাড়া যায় কি ওরা.. ?
দীপ নিভে যাওয়া আরালে
কেনো তুমি পা বাড়ালে
মেঘলা মনেহরি আকাশে
সূর্য হয় না উদয় (x2)
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে হৃদয়..
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে সময়..
বলো সাথিয়া হাই..
ভাঙা মনে লাগে কি জোড়া ?
বলো না বলো হাই..
দানা ছাড়া যায় কি ওরা.. ?
ও.. ঘুম উড়ে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে
স্বপ্ন জড়ানো দু-চোখে
লুকিয়ে আছে সংশয় (x2)
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে হৃদয়..
তুমি হীনা রাত দিন, হুঁ..
লাগে কি যে কঠিন, হুঁ..
কেউ জানে না, জানে সময়..
বলো সাথিয়া হাই..
ভাঙা মনে লাগে কি জোড়া ?
বলো না বলো হাই..
দানা ছাড়া যায় কি ওরা.. ?