বলবো তোকে আজ বলবো কিছু কথা – ইমরান
বলবো তোকে আজ
বলবো কিছু কথা
চলবো অচেনা পথ
ভেঙে সব নিরবতা [x২]
এই মনের যতো আশা
জুড়ে তোর ভালোবাসা
তুই ছাড়া ছুঁয়ে যায় শূন্যতা
ওও.. বলবো তোকে আজ
বলবো কিছু কথা
চলবো অচেনা পথ
ভেঙে সব নিরবতা [x২]
হুঁ.. ফিরে যাবো না
কাছে টেনে নে এবার
কত প্রেম জমা বুকে
দিন এলো তোকে দেবার [x২]
তোর পথে কেনো আশা
পড়েনে চোখের ভাষা
জেনে নে বুঝে নে এই বারতা
ওও.. বলবো তোকে আজ
বলবো কিছু কথা
চলবো অচেনা পথ
ভেঙে সব নিরবতা [x২]
অন্ধকার মনের ঘর
কিছু আলো দিয়ে জ্বেলে
বাঁচি আমি কী নিয়ে
তুই দূরে চলে গেলে [x২]
তোর পথে কেনো আশা
পড়েনে চোখের ভাষা
জেনে নে বুঝে নে এই বারতা
ওও.. বলবো তোকে আজ
বলবো কিছু কথা
চলবো অচেনা পথ
ভেঙে সব নিরবতা [x২]