ফ্রি জোন । রুপম ইসলাম

কোনো কোনো রাতে অ্যান্টিক্লাইম্যাক্স ভেঙে
যেতে পারে জলপ্রপাতের বাঁধ
যে জল সাঁখ চাপা দিয়ে লুকোচুরি করে
একেছে তোমার দৈনিক সংবাদ
কোনো কোনো ভোরে অ্যান্টি ক্রাইস্টের
জানালায় বসে চোখ মুছে মরিয়াম
ফেলে আসা পরো গির্জার ঘণ্টায়
বিপজ্জনক বাক নেয় সংযম
আমিও তাই বেরিয়ে যাই
সঙ্গী আমার এই কাল-রাত্রি তাই
বিদ্বস্ত মন, চায় মুক্তিপণ
দেহাতীত.. ফ্রি জোন এটাই
কোনো কোনো রাতে অ্যান্টিক্লাইম্যাক্স ভেঙে
যেতে পারে জলপ্রপাতের বাঁধ….

বহু দিন রাত কত ফুটপাথ
জুড়ে উৎপাত করে ভীতু রাস্তার চোর
ব্ল্যাকমেইলের জবাবে পাটকেল দেবো
ভক্তিপূর্ণ লাল গাল থাপ্পর
তারপর আমায় ধরতে মোরাল পুলিশ
এলে বলেদিস আমি বাড়ি বসে নেই
না না না
ভোটে হেরে জিতে গেছি বিবেকের কোর্টে
রাজ অবিশেখ জমানত যব্দে..
চাপ মারার দলে বলবান বেশী
বলে যাইগা হল না দুর্বল সততার..
কর্দমাক্ত করাপশন হটিয়ে দেশ
সন্ধান রিফিউজ জনতার..

নির্পেক্ষের জীবে রুক্ষতা বেশী
বলে প্রেম নয় কেসিএন রাখে চাপ..
তাই উপোসী রাগের পিপাসিত ভাবে
উপচাবে ঠিক কখন রক্ত চাপ..

এসবেই তাই, বৃথা জোরাই..
ঝাঁকিয়ে কাঁধ বেরিয়ে যাই..
থেকে কি লাভ
শ্রদ্ধার অভাব..
জুড়ে জুড়ে অশভতাই..
মারিয়ে চাই, পেরিয়ে যাই..
আকাশে মেঘ, বাতিল আবেগ..

বিদ্বস্ত মন, চায় মুক্তি পণ…
দেশাতীত.. ফ্রি জোন এটাই
আমিও তাই.. বেরিয়ে যাই..
সঙ্গী আমার এই কাল-রাত্রি তাই
বিদ্বস্ত মন, চায় মুক্তিপণ
দেহাতীত.. ফ্রি জোন এটাই

আমিও তাই.. বেরিয়ে যাই [x৪]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *