ফিরবো না ফিরবো না এই শহরে – Tanya Sen
দু চোখের কাজলেরা বলে গেছে
নিয়ে ঘুম লাস্ট ট্রেন-ও চলে গেছে
কালো দিন কানে কানে বলে গেছে
ভুল সবি ভুল
ফাকা রাত কেউ নেই ধারে কাছে
মশালের আগুনেরা নিভে গেছে
সময়ের নাবিকেরা বলে গেছে
ভুল সবি ভুল..
ফিরবো না ফিরবো না এই শহরে
ভাঙবো না, ভাঙবো না বিষণ্ণ ঝড়ে
ফিরবো না ফিরবো না তোদের চেনা শহরে
ফিরবো না ফিরবো না এই শহরে
ভাঙবো না ভাঙবো না বিষণ্ণ ঝড়ে
হারবো না, হারবো না
না না না না ইয়াহ ইয়াহ
কাঁটরাই কাঁটা মাছের মতো
খুঁজে পাই গাছের গায়ের খোঁট
রোশনাই নিবেচে অপাতত যাও চলো যাও
সাদা মন মেখেছে কাদা বালি
যতবার চিনেছি ছোড়া গলি..
সবি ভুল..
ফিরবো না ফিরবো না এই শহরে
ভাঙবো না, ভাঙবো না বিষণ্ণ ঝড়ে
ফিরবো না ফিরবো না তোদের চেনা শহরে
ফিরবো না ফিরবো না এই শহরে
ভাঙবো না ভাঙবো না বিষণ্ণ ঝড়ে
হারবো না, হারবো না
না না না না ইয়াহ ইয়াহ