পিয়া রে পিয়া পিয়া – Jay and Neeti Mohan
পাহাড়িয়া বাঁশি ডাকে
কুহু করে হিয়া-রে
লাগে না রে মোরা জীবন রে (x2)
হো.. জীবনের সাথী হবো
দুজনো মিত্বা রে
ডাকে হিয়া পিয়া পিয়া রে
হুম.. ডাকে হিয়া পিয়া পিয়া রে
পিয়া রে… পিয়া পিয়া..
পিয়া রে… পিয়া রে.. পিয়া রে
আজ দুটি চোখে জুড়ে
জাগে কত স্বপ্ন
আরো বেশি দূরে নয়
সেই মধু লগ্নো (x2)
পাহাড়িয়া পাখি পাবে আকাশের ছোঁয়া-রে
সে ঠিকানা নয়তো দূরে
হো হো ডাকে হিয়া পিয়া পিয়া রে
বুকের মধ্যে বাজে
প্রেমের চন্ডো
সুরে সুরে ভাসে যেনো
মোহুর গন্ধো (x2)
পাহাড়িয়া নদী পাবে
সাগরের ছোঁয়া-রে
সে মহোণা নয়তো দূরে
হো ডাকে হিয়া পিয়া পিয়া রে
বাঁশি ডাকে
কুহু করে হিয়া-রে
লাগে না রে মোরা জীবন রে (x2)
হো.. জীবনের সাথী হবো
জীবনের মিত্বা রে
ডাকে হিয়া পিয়া পিয়া রে
হুম.. ডাকে হিয়া পিয়া পিয়া রে
পিয়া রে… পিয়া পিয়া..
পিয়া রে… পিয়া রে.. পিয়া রে