পথ চেয়ে বসে আছি
পথ চেয়ে বসে আছি
কতো যুগ কতো পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল [x২]
ভালোবাসা সাজিয়েছে মন অঙ্গিনায়
মিলনের বাঁশি ডাকে আজ দুজনায়
ভালোবাসা সাজিয়েছে মন অঙ্গিনায়
মিলনের বাঁশি ডাকে আজ দুজনায়
তুমি যে আমার…
তুমি যে আমার মন তাই আজ উতল
পথ চেয়ে বসে আছি
কতো যুগ কতো পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল
স্বপ্নের বাসা যেনো তার এই দু-নয়ন
সুবাসে তার অঙ্গ ভরা যেনো সবুজ বন
স্বপ্নের বাসা যেনো তার এই দু-নয়ন
সুবাসে তার অঙ্গ ভরা যেনো সবুজ বন
হাসির মধুরিতে….
হাসির মধুরিতে মন হয় চঞ্চল
পথ চেয়ে বসে আছি
কতো যুগ কতো পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল
পাশের বাড়িতে থাকে মোর মন মোহিনী
রূপের আলোতে জলে মোর দিন রজনী [x২]
ভালোবাসার কথা কয়….
ভালোবাসার কথা কয় সারাদেহ যে তার
পথ চেয়ে বসে আছি
কতো যুগ কতো পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল [x২]