পটল কুমার গানওয়ালা
গান গাই আর মনরে বুঝাই
মন থাকে পাগল পাড়া [x২]
আর কিছু চাই না আমি গান গাই
আজ থেকে হলাম আমি গানওয়ালা
তোমাদের গান শোনাবো গানওয়ালা [x২]
আমি পটল কুমার, পটল কুমার
পটল কুমার গানওয়ালা..আ..
দত্তির চাকা গুলো
ঘর ঘর ঘোরে
আমি ও যে ছুটে চলি
ঘর বাড়ি সব ছেড়ে [x২]
ওলি গলি পেরিয়েছি
ওলি গলি পেরিয়েছি
আর নদী নালা..
গান গেয়ে ছুটে চলি গানওয়ালা
তোমাদের গান শোনাবো গানওয়ালা
বাড়ি মুখো বুকে নিয়ে
ছুটি প্রাণ-পণে [x২]
বাবা আমার না জানি
আছে কোন খানে
না জানি কোথায় যাবো
কথা গেলে তাকে পাবো [x২]
তাকে পেলে বুঝে যাবে এই গানওয়ালা
কত ভালো গেয়ে হবে বড় গানওয়ালা
বাবাকে ছাপিয়ে হবে বড় গানওয়ালা
এই ছোট গানওয়ালা
হবে বড় গানওয়ালা
তোমাদের গান শোনাবো গানওয়ালা
আজ থেকে হলাম আমি গানওয়ালা
আমি পটল কুমার, পটল কুমার
পাতল কুমার গানওয়ালা..আ..