নিঝুম সাত রঙ্গে যন্ত্রণা
নিঝুম সাত রঙ্গে যন্ত্রণা
রাত পাখির থোতে অন্ধকার
কাছে ঘুরি কেউ ডাকছে না
আর ডাকছে না কেউ ছুঁটবি চল
তবুও রোজ রাত্রি ইশারা
যদিও রঙ বাতাস দিক বদল
যদিও হাত খুঁজে হাত ভিজে
তবুও রূপকথা লিখব চল
যদিও রাত মিছে ইশারা
ক্লান্ত দানার ছায় দিক বদল
তবুও রাতের রঙ-পেনসিলে
রূপকথার কথা লিখব চল
একটু উষ্ণতা সাত-সকাল
একটা ভোর ডাকে খামোখা
একটু স্বপ্ন মন হাত ছাড়া
একটু মন খারাপ, মন খারাপ [x২]
না না না না পারছিনা
পিছলে যাচ্ছে হাত, হাত ধরেও
মধ্য রাত তবুও ছাড়ছে না
অন্ধকার হাইওয়ে জুড়ে- এ এ না না [x২]
তবুও রোজ রাত্রি ইশারা
যদিও রঙ বাতাস দিক বদল
যদিও হাত খুঁজে হাত ভিজে
তবুও রূপকথা লিখব চল
যদিও রাত জেগে রাত ফিকে
ক্লান্ত দানার ছায় দিক বদল..
তবুও রাতের রঙ-পেনসিলে
রূপকথার কথা লিখব চল [x২]