না না যেতে দেবো না – Rony
এলোমেলো অগোচলো অগুটি-বার
সাদা-কালো পথের গভীরে
বহুদূরে হেঁটে গেছি তারি খোঁজে
আবছায়া ঘুমের আদরে
সবটা সময় আমি আমায় পড়াই
অভিশপ্ত অনুতাপে
একেবারে হেরে যদি আবার হারাই
ভুল করে হারিয়েছি যাকে
ঘন কুয়াশার আড়ালে যদি
ফিরে আসে একটি বার, একটি বার আবার
না… না..
যেতে দেবো না.. (x২)
নিঃশব্দ জেগে থাকি আপন মনে
বাধ-ভাঙা স্মৃতির জোয়ারে
পথ খুঁজে উড়ে গেছে দূরের বিকেল
নাম জানা নেই কোন শেকড়ের
ঘন বর্ষার আড়ালে যদি
ফিরে আসে একটি বার, একটি বার আবার
না … না..
যেতে দেবো না.. (x২)
ফেরানো পথে ফেরানো অন্ধারের ছায়া
সে পথে কালের আঁচোরে তারি মায়া..
না…. না..
যেতে দেবো না.. (x৬)