নামিয়ে বৃষ্টি মিছে কথার শহরে
নামিয়ে বৃষ্টি, মিছে কথার শহরে
বুকে প্রদীপ, নিরব আলোয় কাঁপে জ্বলনা
এলো মেলো অভিমান আর বোবা কান্নায়
জ্বলে.. নিভে যায়..
আর চাঁদ হামা দেয় আমাদের সিহরে..
ওরে ফানুস, যার আকাশে তাকে বিদায়
মধুরিতু ছিল সোনার থেকে দামী
আসে তেত্রিশ-কোটি জাহাজ তত্ত্বরেখায়
মাঝি মল্লার ঐ মল্লার রাগিনী
আমি যা বলেছিলাম তোমাদের
যায় যায় সব সুর আজ বেশে যায়
সাগরে….ওও..
মহামত্ত কি ভয়ানক অগ্ন্যাতায়
প্রিয় পাখির থোঁতে মুক্তো রেখেছিলে
রেখে পালক তার দৈনিক বেশ্টটায়
ও কে বাঁধলে তাকে হিরের শিকলে
আশারে গল্পের মতন শোনায়
পিছিয়ে পড়ার সব ছবি কথা
তাদের নীল নীল অঙ্গিনায়..
পড়া-মুখো পাখি বিষাদে
গান্ধোরে….হে..