নাগরিক বোটাম – Siddhartha Sankar Ray

হয়তো আমি বে-মানন
তাই ভুল করে ফেলি বানান
হয়তো আমি অসাধারণ [x২]
তাই না থাকলেও কোনো কারণ
টপকে যাই সব বারণ
টপকে যাই সব বারণ
আর ইচ্ছে মতো ঢাকছি খত
নিজেই হই অচ্ছুত
ভদ্রতা খোঁজে ঠাণ্ডা ক্রোধে
পুশছি যতো বারুদ [x২]
আর কখনো প্রতিশোধ ছেড়ে
চৌকাঠ পেরোতাম
আর কখনো প্রতিশোধ ছেড়ে
চৌকাঠ পেরোতাম

ওকেজো হতো যতো
নাগরিক বোটাম
নাগরিক বোটাম…
ও.. চলন-বলন হলে কোনো
ছাপ রাখে না চিহ্ন
পেন্ডুলামের সময় থামে
শিরদাড়ায় অভিন্ন..
জনগণ মনে কোনো
ছাপ রাখে না চিহ্ন
পেন্ডুলামের সময় থামে
শিরদাড়ায় অভিন্ন..

আর কখনো প্রতিশোধ ছেড়ে
চৌকাঠ পেরোতাম [x২]
ওকেজো হতো যতো
অবদ্ধ হতো যতো
ও.. ওকেজো হতো যতো
অবদ্ধ হতো যতো
নাগরিক বোটাম
নাগরিক বোটাম..

হয়তো আমি গা ঢাকা
কোনো সূর্য খোঁজা প্রসাখা [x৩]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *